Ridge Bangla

কুষ্টিয়ায় পিসিআর ল্যাবের যন্ত্রপাতি চুরি, বন্ধ করোনা পরীক্ষা

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের একমাত্র পিসিআর ল্যাবের যন্ত্রপাতি চুরির ঘটনায় বন্ধ হয়ে গেছে জেলার করোনা পরীক্ষা কার্যক্রম। এতে সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। অনেকে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলেছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৬ এপ্রিল চালু হওয়া পিসিআর ল্যাবটি করোনা সংক্রমণ হ্রাস পাওয়ার পর প্রায় এক বছর আগে বন্ধ হয়ে যায়। যদিও রক্ষণাবেক্ষণের জন্য দুইজন কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছিল, কিন্তু কার্যকর তদারকি হয়নি।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, “যন্ত্রপাতি একদিনে চুরি হয়নি, ধাপে ধাপে চুরি হয়েছে। দায়িত্বপ্রাপ্তদের অবহেলা ছিল মারাত্মক।” ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২০ সাল থেকে এখন পর্যন্ত জেলায় করোনায় ৮৫৫ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন প্রায় ৪ হাজার জন। এর মধ্যে ২০২১ সালের জুলাই মাসেই মারা যান ৩৪২ জন।

জেলার সাধারণ মানুষ দ্রুত ল্যাব পুনরায় চালু ও চুরি হওয়া যন্ত্রপাতি উদ্ধারে কার্যকর পদক্ষেপ চাচ্ছেন। তাঁদের মতে, এমন অব্যবস্থাপনা ভবিষ্যতে জনস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন