আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকা থেকে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় বুধবার (৪ জুন) সকাল থেকেই মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ভিড় আরও বাড়তে থাকে।
তবে যাত্রীদের তুলনায় বাসের সংখ্যা কম থাকায় অনেককে ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিশেষ করে হবিগঞ্জ ও সিলেটগামী বাসের কাউন্টারগুলোর সামনে টিকিটের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে যাত্রীদের। কেউ কেউ আগাম টিকিট কেটেও নির্ধারিত সময়ের বাস না পেয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন।
পরিবহন সংশ্লিষ্টরা জানান, ঢাকার বাইরে যাওয়া দূরপাল্লার বাসগুলো দীর্ঘ যানজটে পড়ছে, ফলে নির্ধারিত সময়ে টার্মিনালে ফিরতে পারছে না। সে কারণে সময়মতো বাস ছাড়াও সম্ভব হচ্ছে না। বাস এলেই দ্রুত গন্তব্যে পাঠানো হচ্ছে বলে জানান তাঁরা।
এদিকে যাত্রীদের ভিড় সামাল দিতে টার্মিনাল কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পরিবহন মালিক-শ্রমিকরা একযোগে কাজ করছে। তারপরও যাত্রীরা অভিযোগ করেছেন, টার্মিনালের ভেতরে ছায়ার ব্যবস্থা, পানির সরবরাহ এবং বসার জায়গা পর্যাপ্ত নয়, যা দুর্ভোগ আরও বাড়িয়েছে।
ভুক্তভোগীরা দ্রুত বাস সরবরাহ বাড়ানো এবং ব্যবস্থাপনার উন্নয়ন দাবি করেছেন, যাতে ঈদের যাত্রা স্বস্তিদায়ক হয়।