Ridge Bangla

যাত্রী সেজে বিমান ভ্রমণ, পেট থেকে তিন হাজার পিস ইয়াবা উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী সেজে ইয়াবা পাচারের সময় হোছন আহমদ (৬০) নামে একজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তাঁর পেট থেকে প্রায় তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটক হোছন আহমদ কক্সবাজার থেকে বিমানে ঢাকায় আসেন।

এপিবিএনের দেওয়া তথ্যমতে, হোছন আহমদ দীর্ঘদিন ধরে মাদক পরিবহন ও বিক্রয়ের সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার তাঁকে বিমানবন্দরের বলাকা ভবনের পাশে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, ইয়াবাগুলো তাঁর পেটে লুকানো রয়েছে।

পরবর্তীতে এক্স-রেতে তাঁর পাকস্থলীতে ৩০টি ডিম্বাকৃতির বস্তু শনাক্ত করা হয়। তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর শরীর থেকে টেপ মোড়ানো ৩০টি পোঁটলা বের করা হয়। এসব পোঁটলায় মোট ২ হাজার ৮২০টি ইয়াবা ছিল।

এ ঘটনায় বিমানবন্দর থানায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার অনিতা রানী সূত্রধর জানান, বিমানবন্দর ব্যবহার করে মাদক পাচারসহ যেকোনো অপরাধ প্রতিরোধে তাঁরা কঠোর নজরদারিতে রয়েছেন। তিনি আরও জানান, সাম্প্রতিক অভিযানে আরও পাঁচজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে ১৬ হাজারের বেশি ইয়াবা জব্দ করা হয়েছে।

আরো পড়ুন