বলিউডের বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়াল সম্প্রতি এক ব্যতিক্রমী অভিজ্ঞতার কথা প্রকাশ করে সবার মধ্যে আলোচনার জন্ম দিয়েছেন। হাঁটুর ব্যথা থেকে মুক্তি পেতে তিনি নিজেই নিজের মূত্র পান করেছিলেন বলে জানিয়েছেন।
হিন্দুস্তান টাইমস বাংলার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, রাজকুমার সন্তোষী পরিচালিত ‘ঘাটক’ সিনেমার শুটিং চলাকালে পরেশ রাওয়ালের হাঁটুতে মারাত্মক আঘাত লাগে। এরপর তাকে ভর্তি করা হয় মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে। সেই সময় তাকে দেখতে যান বলিউডের প্রখ্যাত অ্যাকশন কোরিওগ্রাফার বীরু দেবগন, যিনি অভিনেতা অজয় দেবগনের বাবা।
বীরু দেবগন তাকে বলেন, “ভোরে উঠে খালি পেটে নিজের মূত্র পান করো। এটা বহু প্রাচীন যোদ্ধার পরীক্ষিত অভ্যাস। এতে শরীর অভ্যন্তরীণভাবে শক্তিশালী হয় এবং ব্যথা সহজে বাসা বাঁধে না।”
পরেশ রাওয়াল প্রথমে অবাক হলেও সাহস করে এই পরামর্শ মেনে চলেন। তিনি বলেন, “এক সকালে নিজের মূত্র বিয়ারের গ্লাসে ঢেলে পান করি—মনকে বোঝাই যে এটা ওষুধ। এরপর পরপর ১৫ দিন এটি নিয়মিত করি।”
তিনি আরও জানান, চিকিৎসকেরা বলেছিলেন, তার চোট সারতে আড়াই মাস লাগবে। কিন্তু মাত্র ১৫ দিনেই তিনি সুস্থ হয়ে ওঠেন এবং এক্স-রে রিপোর্ট দেখে চিকিৎসকেরাও বিস্মিত হন।
এই অভ্যাসের পাশাপাশি বীরু দেবগনের পরামর্শ অনুযায়ী তিনি অ্যালকোহল, রেড মিট এবং তামাক থেকেও দূরে ছিলেন।
পরেশ রাওয়ালের এই স্বীকারোক্তি নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এটিকে প্রাচীন পদ্ধতির পুনর্জাগরণ হিসেবে দেখছেন, আবার কেউ বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন।