বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ ঘিরে গেল সপ্তাহ পর্যন্ত ছিল অনিশ্চয়তা। ভারত-পাকিস্তানের সামরিক উত্তেজনার কারণে সিরিজটি পাঁচ ম্যাচ থেকে কমে তিন ম্যাচে নেমে এসেছে। এখন পর্যন্ত সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা না হলেও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়েছে, সিরিজ শুরু হবে ২৭ মে থেকে।
পাকিস্তান ইতোমধ্যে তাদের স্কোয়াড ঘোষণা করেছে, যেখানে বড় চমক হলো—দলে নেই তিন তারকা খেলোয়াড় বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান এবং শাহিন শাহ আফ্রিদি। রিজওয়ান না থাকায় অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে সালমান আলী আঘাকে। সহ-অধিনায়ক হিসেবে দলে ফিরেছেন অভিজ্ঞ লেগ স্পিনার শাদাব খান।
ঘোষিত দলে জায়গা পেয়েছেন সাহিবজাদা ফারহান, যিনি গত এক বছরে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েছেন। ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন সাইম আইয়ুব। এছাড়া পিএসএলে দুর্দান্ত ফর্মে থাকা ফখর জামানও স্কোয়াডে জায়গা পেয়েছেন।
এই সিরিজ দিয়েই পাকিস্তান ক্রিকেটে শুরু হচ্ছে নতুন কোচ মাইক হেসনের অধ্যায়। নির্বাচকরা স্কোয়াড নির্বাচনে পিএসএলে পারফরম্যান্সকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন।
বাংলাদেশও ইতোমধ্যে তাদের স্কোয়াড ঘোষণা করেছে। সংযুক্ত আরব আমিরাতে চলমান সফরের স্কোয়াডের খেলোয়াড়রাই পাকিস্তান সিরিজেও থাকছেন।
পাকিস্তান স্কোয়াড
সালমান আলী আঘা (অধিনায়ক), শাদাব খান, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নাওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, ইরফান খান, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব।