ভারতের পাঠানো ২৫টি ইসরায়েলি ‘হারপ’ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। বৃহস্পতিবার এক বিবৃতিতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করে।
বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের সশস্ত্র বাহিনী ‘সফট-কিল’ (ইলেকট্রনিক জ্যামিং) এবং ‘হার্ড-কিল’ (অস্ত্র দ্বারা ধ্বংস) প্রযুক্তির সমন্বয়ে এই ড্রোনগুলো সফলভাবে গুলি করে নামিয়েছে। আইএসপিআর আরও জানায়, ৬ মে পাকিস্তানের পাল্টা বিমান হামলায় ভারতের পাঁচটি যুদ্ধবিমান, একাধিক ড্রোন ধ্বংস এবং সেনা হতাহতের পর ভারত আতঙ্কিত হয়ে ড্রোন হামলার আশ্রয় নেয়।
এদিকে ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে ফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি ভারতের হামলায় নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করেন। ফোনালাপে প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, “তুরস্কের সহমর্মিতা আমাদের মনোবল দৃঢ় করেছে।”
এই পরিস্থিতিকে কেন্দ্র করে উভয় দেশের সীমান্তে উত্তেজনা আরও বাড়ছে বলে ধারণা করা হচ্ছে।