Ridge Bangla

কাশ্মীর ইস্যুতে ট্রাম্পের হস্তক্ষেপ চায় পাকিস্তান

কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক বন্দুক হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে পৌঁছেছে। এমন উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ চেয়েছে পাকিস্তান।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত রিজওয়ান সাঈদ শেখ মার্কিন সাময়িকী নিউজউইক-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলেন, “বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কাশ্মীর সংকট তাদের সামনে একটি বড় চ্যালেঞ্জ। এটি শুধু দুটি প্রতিবেশী দেশের বিরোধ নয়, বরং এটি পরমাণু শক্তিধর দুই রাষ্ট্রের মধ্যে সম্ভাব্য সংঘর্ষের ঝুঁকিও বহন করে।”

তিনি আরও বলেন, “আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই—তবে তা মর্যাদার সঙ্গে। সম্মানহীনভাবে বেঁচে থাকার চেয়ে সম্মানের সঙ্গে মৃত্যুকেও আমরা অগ্রাধিকার দিই।”

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও যুক্তরাষ্ট্রের মাধ্যমে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করার আহ্বান জানিয়েছেন। এরই ধারাবাহিকতায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের শীর্ষ নেতাদের সঙ্গে ফোনালাপ করেছেন এবং দ্বিপাক্ষিক আলোচনার পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস জানান, মার্কো রুবিও দুই দেশকে সরাসরি যোগাযোগ পুনরায় চালু করে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান।

আরো পড়ুন