আসন্ন পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে ইতোমধ্যে পৌঁছেছেন ৮ লাখ ২০ হাজার ৬৮৫ জন হজযাত্রী। সৌদি পাসপোর্ট অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৩ মে) পর্যন্ত এই বিপুল সংখ্যক মুসল্লি দেশটিতে প্রবেশ করেছেন।
এদের মধ্যে সর্বোচ্চ ৭ লাখ ৮২ হাজার ৩৫৮ জন হজযাত্রী গেছেন আকাশপথে, ৩৫ হাজার ৪৭৮ জন গেছেন স্থলপথে এবং সমুদ্রপথে সৌদি আরবে পৌঁছেছেন ২ হাজার ৮২২ জন।
হজযাত্রীদের আগমন ক্রমেই চূড়ান্ত পর্যায়ে পৌঁছাচ্ছে, কারণ আগামি জুন মাসেই অনুষ্ঠিত হবে বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় আয়োজন—পবিত্র হজ। গত বছর প্রায় ১৮ লাখ মুসল্লি হজ পালন করেছিলেন, যাদের মধ্যে ছিলেন বিদেশি নাগরিক ছাড়াও সৌদি নাগরিক এবং দেশটিতে বসবাসরত মুসলিমরা। তবে অনুমতি ছাড়া হজে অংশ নিতে গিয়ে গত বছর প্রায় ১ হাজার ৩০০ হাজীর মৃত্যু হয়েছিল, যার অধিকাংশই প্রচণ্ড গরমের কারণে হয়েছিল।
সৌদি আরবে পৌঁছানোর পর হজযাত্রীদের সরাসরি বাসে করে মক্কা ও মদিনার নির্ধারিত আবাসনে পৌঁছে দেওয়া হচ্ছে। একইসঙ্গে তাদের লাগেজও নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়া হচ্ছে, যাতে যাত্রীরা কোনো বাড়তি কষ্ট ছাড়াই হজ কার্যক্রম শুরু করতে পারেন। এবারের হজযাত্রা সুশৃঙ্খল রাখতে সৌদি সরকার কঠোর নজরদারি চালাচ্ছে।