Ridge Bangla

গরুর খড় খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামে গরুর ধানের খড় খাওয়াকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৫০ জন। সোমবার দুপুরে ঘটে যাওয়া এই ঘটনায় আহতদের মধ্যে নারীর সংখ্যাও উল্লেখযোগ্য।

স্থানীয়রা জানান, আইয়ুব আলীর গরু প্রতিবেশী হামিদা বেগমের জমির ধানের খড় খেয়ে ফেলায় উভয় পরিবারের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। সকালে নারীদের মধ্যে এই বাকবিতণ্ডা দ্রুত উত্তপ্ত হয়ে উঠে এবং একপর্যায়ে তা রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের মানুষ প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এই ঘটনায় ৫০ জনের বেশি আহত হয়েছেন, যাদের মধ্যে ১৫ জন টেটাবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় আছেন। তাদেরকে প্রথমে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।

আরো পড়ুন