Ridge Bangla

পাকিস্তানের করাচি কারাগার থেকে পালিয়েছে দুই শতাধিক বন্দি

পাকিস্তানের করাচির একটি কারাগার থেকে পালিয়েছে দুই শতাধিক বন্দি। জেল কর্তৃপক্ষের বরাতে জিও নিউজ জানিয়েছে, সোমবার ভূমিকম্পের সময় নিরাপত্তার স্বার্থে কয়েদিদের অস্থায়ীভাবে ব্যারাক থেকে বাইরে আনা হয়েছিল। এ সময় জেলে বিশৃঙ্খলা সৃষ্টি হলে কয়েদিরা সুযোগ নিয়ে মূল গেট ভেঙে পালিয়ে যায়।

সিন্ধু প্রদেশের রাজধানী করাচির ওই কারাগার থেকে মঙ্গলবার ভোরের আগেই মোট ২১৬ জন সাধারণ অপরাধে দণ্ডপ্রাপ্ত ও অভিযুক্ত বন্দি পালিয়ে যায় বলে জানান সিনিয়র পুলিশ কর্মকর্তা কাশিফ আব্বাসি। তিনি বলেন, এদের মধ্যে ৭৮ জনকে ইতোমধ্যে পুনরায় আটক করা হয়েছে। পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে কোনো জঙ্গি সংগঠনের সদস্য নেই বলেও তিনি জানান।

পালানোর সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও ফ্রন্টিয়ার কোর (এফসি) প্রায় ৭০০ রাউন্ড গুলি ছোড়ে। এতে একজন বন্দি নিহত হন এবং আরও চারজন বন্দি ও দুই পুলিশ সদস্য আহত হন।

পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন জানিয়েছে, সিন্ধুর স্বরাষ্ট্রমন্ত্রী জিয়া-উল-হাসান লাঞ্জার এ ঘটনাকে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে গুরুতর জেলভাঙার ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, বন্দিদের অন্যত্র সরিয়ে নেওয়ার সময় মূল ফটকের কাছে তারা জড়ো হয়ে পড়ে এবং প্রায় ১০০ বন্দি জোর করে ফটক খুলে পালিয়ে যায়।

ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে এবং অবহেলার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং মসজিদ থেকে মাইকে ঘোষণা দিয়ে স্থানীয়দের সহায়তা চাওয়া হয়েছে।

আরো পড়ুন