Ridge Bangla

সিনেমার বাইরে আমাদের আলাদা কোনো জীবন থাকে না: রণবীর কাপুর

রণবীর কাপুর—এক সময় বলিউডের অন্যতম ‘ক্যাসানোভা’ খেতাব পাওয়া এই অভিনেতা, যিনি শুধু অভিনয়ের জন্যই নয়, প্রেমের সম্পর্কের জন্যও বহুবার শিরোনামে এসেছিলেন। বলিউডের একাধিক প্রথম সারির অভিনেত্রীদের সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল, যা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে।

কিন্তু ২০২২ সালে সব জল্পনার অবসান ঘটিয়ে তিনি বিয়ে করেন বলিউডেরই আরেক আলোচিত তারকা আলিয়া ভাটকে। আর বিয়ের কয়েক মাসের মধ্যেই তাদের জীবনে আসে এক নতুন অতিথি—কন্যাসন্তান রাহা। এখন রণবীরের পুরো জীবনজুড়ে স্ত্রী আর মেয়ে; তাদের নিয়েই তিনি ব্যস্ত সময় পার করছেন।

একটি পুরনো সাক্ষাৎকারে রণবীর বলেছিলেন, “আমি সব সময় চেয়েছি একজন অভিনেত্রীকে বিয়ে করতে।”

সাংবাদিক জানতে চেয়েছিলেন, কেন এমন ইচ্ছা? তখন হাসিমুখে রণবীর উত্তর দিয়েছিলেন, “কারণ আমি যাদের সঙ্গে মিশি, সময় কাটাই তাদের প্রায় সবাই সিনেমা ইন্ডাস্ট্রির। সিনেমা আমাদের জীবনের একমাত্র কেন্দ্র। এই দুনিয়ার বাইরের আলাদা কোনো জীবন প্রায় থাকেই না।”

২০১১ সালে ‘রকস্টার’ মুক্তির সময় তার ও দীপিকা পাড়ুকোনের সম্পর্ক নিয়ে বলিউড ছিল সরগরম। তখনও রণবীর নিজের এই বিশ্বাসের কথা জানিয়েছিলেন। তিনি বলেন, “প্রেম তো কখনোই সময় মেনে হয় না। কিন্তু বাস্তবতায় যখন জীবন গড়ার কথা আসে, তখন নিজের জগতের কাউকেই কাছের মনে হয়। তাই অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে বিয়ের প্রবণতা বেশি।”

এখন আলিয়া ও রাহাকে নিয়ে রণবীরের জীবন বেশ গোছানো। সিনেমার পর্দায় তার সাফল্য যেমন আছে, বাস্তব জীবনেও তিনি যেন খুঁজে পেয়েছেন শান্তির ঠিকানা।

আরো পড়ুন