Ridge Bangla

নকল হেলথ সাপ্লিমেন্ট বিক্রির অভিযোগে অনলাইন ব্যবসায়ী গ্রেপ্তার

ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আকর্ষণীয় বিজ্ঞাপন দেখে অনেকেই ‘অর্গানিক মাকা পাউডার’, ‘ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট’, ‘গ্যাস্ট্রিক ক্লিয়ার’ এবং ডায়াবেটিক রোগীদের জন্য ‘ডায়াকোর্স’ নামের পণ্য কিনছেন। কিন্তু এসব পণ্যের আড়ালে একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে নকল ওষুধ তৈরি করে বাজারজাত করে আসছিল।

সম্প্রতি ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মতিঝিল বিভাগ পূর্ব শেওড়াপাড়ার একটি বাসায় অভিযান চালিয়ে রাজু মিয়া (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। সে অনলাইনে বিদেশি পণ্যের পরিচয়ে ভুয়া লেবেলসহ নকল ওষুধ বিক্রি করছিল।

অভিযানে রাজুর বাসা থেকে জব্দ করা হয় ১১৩ প্যাকেট ‘অর্গানিক মাকা পাউডার’, ৯৫ প্যাকেট ‘ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট’, ১৫টি ‘গ্যাস্ট্রিক ক্লিয়ার’ কৌটা, ২০টি ‘ডায়াকোর্স’ ট্যাবলেট, বিপুলসংখ্যক নকল পণ্যের লেবেল, একটি মোবাইল ফোন এবং একটি ডিজিটাল স্কেল।

তদন্তকারীদের মতে, রাজু ও তার সহযোগীরা বিদেশি ব্র্যান্ডের লোগো ও পণ্যের ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর বিজ্ঞাপন দিত। এসব নকল পণ্য তৈরি হতো পুরান ঢাকার সস্তা উপকরণ দিয়ে এবং বিক্রি করা হতো বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপের মাধ্যমে।

পুলিশ জানিয়েছে, চক্রটির সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে যারা পণ্য সরবরাহ ও প্রচারের দায়িত্বে ছিল। তাদের শনাক্তে তদন্ত চলছে।

ডিএমপি জানিয়েছে, জনস্বার্থে নকল ও ভুয়া ওষুধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং জনগণকে অনলাইনে ওষুধ কেনার ক্ষেত্রে সতর্ক ও সচেতন থাকতে অনুরোধ জানানো হয়েছে।

আরো পড়ুন