ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাস উৎখাতের নামে ইসরায়েলের অব্যাহত সামরিক অভিযান আরও ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিন বাড়ছে হামলার মাত্রা ও মৃতের সংখ্যা। সর্বশেষ ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন আরও ৭১ জন ফিলিস্তিনি। প্যালেস্টাইন ক্রনিকলের প্রতিবেদন অনুযায়ী, এসব হামলায় দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫২ হাজার ৩১৪ জন, যাদের মধ্যে ৬০ শতাংশই নারী ও শিশু। আহত হয়েছেন অন্তত ১ লাখ ১৭ হাজার ৭৯২ জন।
অন্যদিকে, ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা নিউজের বরাতে তুরস্কের আনাদোলু এজেন্সি জানিয়েছে, সোমবার (২৮ এপ্রিল) ইসরায়েলি বিমান বাহিনী সারা গাজায় ড্রোন ও বিমান হামলা চালিয়েছে। এতে নারী ও শিশুসহ আরও ৫১ জন নিহত হন। খান ইউনিস শহর ও আশপাশের শরণার্থী শিবির, গাজা সিটি, জাবালিয়া ও বেইত লাহিয়ায় হামলার ঘটনাগুলোতে ব্যাপক প্রাণহানি ঘটে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের অভিযানের পর ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে। ১৯ জানুয়ারি যুদ্ধবিরতিতে সম্মত হলেও মার্চের তৃতীয় সপ্তাহ থেকে ইসরায়েল ফের হামলা শুরু করে। নতুন এই ধাপে এখন পর্যন্ত আরও ২ হাজার ২২৪ জন নিহত এবং ৫ হাজার ৭৫১ জন আহত হয়েছেন। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলের এই হামলা গাজাকে আরও ভয়াবহ মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে।