Ridge Bangla

মে মাসে কোনো অনুষ্ঠান রাখেন না ওমর সানি, হৃদয়ে গেঁথে থাকা এক বেদনাময় স্মৃতি

ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়ক ওমর সানির জন্মদিন আজ। ১৯৬৯ সালের ৬ মে বরিশালে জন্মগ্রহণ করেন এই অভিনেতা। জন্মদিন উপলক্ষে একটি আবেগঘন অনুভূতি শেয়ার করেছেন তিনি।

ওমর সানি বলেন, “আমি আমার বাবা-মায়ের কাছে কৃতজ্ঞ। তাদের কারণেই আমি এই পৃথিবীতে এসেছি আল্লাহর রহমতে। তবে মে মাসটি আমার জীবনে মিশ্র অনুভূতির। এই মাসেই, ২৩ তারিখে আমার মা মারা গেছেন। তাই মে মাসটি আমার কাছে বেদনার। আবার এই মাসেই আমার জন্মদিন, তাই আনন্দেরও। এ কারণেই আমি মে মাসে কোনো পারিবারিক অনুষ্ঠান রাখি না, আর কখনো রাখবও না। যতদিন বেঁচে থাকব, এই সিদ্ধান্তে অটল থাকব।”

জন্মদিনে পরিবারের সদস্যরা দেশের বাইরে থাকলেও নিয়মিত যোগাযোগ হচ্ছে বলে জানান তিনি। “পরিবার বাইরে আছে, কিন্তু কথা হয়, দেখা হয়। সোশ্যাল মিডিয়ার কারণে এখন এসব সহজ হয়েছে। আজও কথা হবে। এছাড়াও আজ কিছু জায়গায় যাব, প্রিয়জনদের সঙ্গে আড্ডা দেব,” বলেন তিনি।

ভক্তদের উদ্দেশে এই চিত্রনায়ক বলেন, “মানুষের পাশে থাকতে চাই। দেশটাকে ভালোবাসতে চাই। দেশের ভালো মানুষদের নিয়ে কথা বলতে চাই। আমি সবসময় স্পষ্ট কথা বলেছি, সামনেও তাই বলবো। যারা বুঝবে, তারা বুঝে নেবে।”

এই সময় তিনি নিজের ও পরিবারের জন্য সকলের দোয়া কামনা করেন।

উল্লেখ্য, ১৯৯২ সালে ‘এই নিয়ে সংসার’ সিনেমার মাধ্যমে ওমর সানির চলচ্চিত্রে অভিষেক ঘটে। এরপর ‘চাঁদের আলো’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘দোলা’, ‘দাগ’, ‘লাট সাহেব’সহ একের পর এক হিট সিনেমায় অভিনয় করে রোমান্টিক ও অ্যাকশন হিরো হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। ২০০৩ সালে ‘ওর দালাল’ সিনেমায় প্রথম খলনায়কের চরিত্রে অভিনয় করেন, যেখানে নায়ক ছিলেন শাকিব খান।

ব্যক্তিজীবনে ওমর সানি ১৯৯৬ সালে অভিনেত্রী মৌসুমীকে ভালোবেসে বিয়ে করেন। বর্তমানে তারা শোবিজ অঙ্গনের অন্যতম সফল দম্পতি। তাদের সংসারে রয়েছে এক পুত্র ও এক কন্যা।

আরো পড়ুন