জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া বর্তমানে গুরুতর অসুস্থতায় ভুগছেন। শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
পোস্টে ফারিয়া জানান, তিনি বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং বাইরের জগৎ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন অবস্থায় আছেন। চিকিৎসার অংশ হিসেবে ফোন ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা রয়েছে। তিনি শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়ার কথাও জানান।
তিনি লেখেন, “গত কয়েকদিন ছিল আমার জীবনের সবচেয়ে দুঃসহ সময়। আপনাদের ভালোবাসা ও সহমর্মিতা আমাকে সাহস জুগিয়েছে। আমি গভীরভাবে কৃতজ্ঞ আপনাদের প্রতি।” একইসঙ্গে গণমাধ্যম ও সাংবাদিকদের মানবিকতা ও ইতিবাচক ভূমিকার জন্য ধন্যবাদ জানান তিনি।
নুসরাত ফারিয়া আরও লেখেন, “আপনাদের পাশে না থাকলে হয়তো নিজের সাহস খুঁজে পেতাম না। খুব শিগগিরই আপনাদের মাঝে ফিরে আসার আশাবাদ ব্যক্ত করছি।”
উল্লেখ্য, ১৮ মে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয় এবং একটি মামলায় গ্রেফতার দেখানো হয়। সেই ঘটনার রেশের মাঝেই তার অসুস্থতার খবর সামনে এলো।