Ridge Bangla

মাত্র তিন শব্দে ইঙ্গিত দিলেন নুসরাত ফারিয়া

কারামুক্তির পর আবারও আলোচনায় এলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। সোমবার (২৬ মে) নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করে তিনি নতুন রূপে হাজির হন। কালো পোশাক, গলায় মুক্তার মালা, চুলে লাল গোলাপ ও ঠোঁটে লাল লিপস্টিকে মোহনীয় এই লুকে ফারিয়া ক্যাপশনে লিখেছেন—“Roses, pearls, and power” (গোলাপ, মুক্তা আর ক্ষমতা)।

এই তিনটি শব্দের মাধ্যমে ঠিক কী বোঝাতে চেয়েছেন অভিনেত্রী, তা তিনি স্পষ্ট করেননি। তবে অনেকে মনে করছেন এটি হতে পারে আত্মবিশ্বাসী প্রত্যাবর্তনের একটি শক্ত বার্তা। ফারিয়ার ভক্তরা মন্তব্য করছেন, এই পোস্টের মধ্য দিয়ে হয়তো তিনি নিজের নতুন যাত্রার ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় সম্প্রতি গ্রেপ্তার হন ফারিয়া। পরে ২০ মে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান। কারামুক্তির পর প্রথম সামাজিক মাধ্যমে দেয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, “এই সময়টাতে যারা পাশে ছিলেন—সহকর্মী, ইন্ডাস্ট্রির মানুষজন ও সাধারণ মানুষ—তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। এই ভালোবাসা আমি আজীবন মনে রাখব।”

এই নতুন লুক ও তিন শব্দের বার্তা ঘিরে ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় উঠেছে। অনেকে এটিকে নুসরাত ফারিয়ার অভিনয়ে ফিরে আসার সাহসী সংকেত হিসেবেও দেখছেন।

আরো পড়ুন