Ridge Bangla

জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্যের ওপর হামলা

অটোপাসের দাবিতে উত্তেজনার মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহর ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২১ মে) দুপুরে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের গেটে গাড়ি থেকে নামার সময় স্নাতক (পাস) ২০২২ ব্যাচের কিছু শিক্ষার্থী তাকে ঘিরে ধরেন। ওই সময় ছাত্রদের মাঝে লুকিয়ে থাকা কিছু দুষ্কৃতকারী উপাচার্যের ওপর হামলার চেষ্টা চালায়। এতে তিনি আঘাতপ্রাপ্ত হন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান।

জানা গেছে, ২০২২ সালের স্নাতক (পাস) কোর্সের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে অটোপাসের দাবি জানিয়ে আসছিলেন। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুরু থেকেই এ দাবিকে প্রত্যাখ্যান করে। নির্ধারিত নিয়ম অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং এতে প্রায় ৬৯ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়।

করোনা মহামারি এবং রাজনৈতিক অস্থিরতা বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই ব্যাচের শিক্ষার্থীদের জন্য গ্রেস মার্ক এবং খাতা পুনঃমূল্যায়নের সুযোগ দেয়। তবে ফলাফলে অকৃতকার্য কিছু শিক্ষার্থী পুনরায় অটোপাসের দাবিতে সহিংস আচরণে জড়িয়ে পড়ে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাকারীদের বিরুদ্ধে গাছা থানায় মামলা করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তারা স্পষ্ট করে জানিয়েছে যে, ভবিষ্যতে কোনো ব্যাচের ক্ষেত্রেই আর অটোপাসের সিদ্ধান্ত গ্রহণ করা হবে না।

আরো পড়ুন