মাঠপর্যায়ের পুলিশের কাছে আর ভারি মারণাস্ত্র রাখা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (১৪ জুন) সকাল ১১টায় রাজধানীর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “সাধারণ থানা পুলিশ বা মাঠপর্যায়ের বাহিনীর কাছে কেবল রাইফেলের মতো সীমিত অস্ত্র থাকবে। ভারি মারণাস্ত্র রাখা হবে শুধুমাত্র বিশেষায়িত ইউনিটের, যেমন এপিবিএনের কাছে।” আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধিতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “থানাগুলো ও এপিবিএনের কার্যক্রমে আধুনিকায়ন আনার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। গেল ১১ মাসে অন্তর্বর্তী সরকারের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতিতে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।”
তিনি আরও বলেন, “দু-একটি বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে এবারের ঈদ শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে। জনগণ নির্বিঘ্নে ঈদের আনন্দ উপভোগ করেছেন।”
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, “প্রধান উপদেষ্টা যখনই নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেবেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তখনই প্রস্তুত থাকবে।”
তিনি জোর দিয়ে বলেন, “গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে নিরাপত্তা বাহিনীকে আরও পেশাদার ও আধুনিকভাবে গড়ে তোলা হচ্ছে। জনগণের আস্থা অর্জন এখন পুলিশের অন্যতম লক্ষ্য।”