Ridge Bangla

ঈদে ‘কোটিপতি’ নাটকে নিলয়-হিমি জুটি

বর্তমান সময়ের জনপ্রিয় নাট্যজুটি নিলয় আলমগীর ও হিমি মৈত্র এবার ঈদে হাজির হচ্ছেন নতুন নাটক ‘কোটিপতি’ নিয়ে। তরুণ পরিচালক বর্ণনাথের পরিচালনায় নির্মিত এই নাটকটি ইতিমধ্যে রাজধানীর উত্তরা এলাকায় বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হয়েছে।

‘কোটিপতি’ নাটকের গল্পে উঠে আসবে সাধারণ মানুষের জীবনের আকস্মিক মোড় ও আর্থ-সামাজিক বাস্তবতা। নাটকে থাকবে হৃদয় ছুঁয়ে যাওয়া বার্তা, যা দর্শকদের ভাবতে বাধ্য করবে বলে জানান নির্মাতা।

নিজের অভিজ্ঞতা নিয়ে নিলয় আলমগীর বলেন, “নাটকটির গল্প আমার খুব ভালো লেগেছে। বর্ণনাথের সঙ্গে আগেও কাজ করেছি। তার নাটকে সবসময়ই কোনো না কোনো সামাজিক বার্তা থাকে, যা দর্শকদের নাড়া দেয়। ‘কোটিপতি’ও তার ব্যতিক্রম নয়।”

অন্যদিকে, হিমি জানান, “ঈদে আমি একাধিক নাটকে কাজ করেছি, তবে ‘কোটিপতি’ নিয়ে আমি বিশেষভাবে আশাবাদী। নিলয়ের সঙ্গে সবসময় কাজ করতে স্বচ্ছন্দ বোধ করি এবং বর্ণনাথ চমৎকারভাবে নাটকটি পরিচালনা করেছেন।”

নির্মাতা ও শিল্পীদের আশা, মানবিক বার্তা ও জীবনঘনিষ্ঠ গল্পের কারণে ঈদে ‘কোটিপতি’ নাটকটি দর্শকদের হৃদয়ে আলাদা জায়গা করে নেবে।

আরো পড়ুন