Ridge Bangla

শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংক একীভূত করে হচ্ছে নতুন ইসলামি ব্যাংক

দেশের আর্থিক সংকটে পড়া পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংককে একীভূত করে একটি নতুন ইসলামি ব্যাংক গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই নতুন ব্যাংকের প্রাথমিক মূলধন সরবরাহ করবে সরকার। একীভূত হওয়ার পর ব্যাংকটির মূল লক্ষ্য হবে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) অর্থায়ন।

একীভূতকরণের আওতায় রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। এসব ব্যাংকের মোট শাখা রয়েছে ৭৭৯টি, গ্রাহক সংখ্যা প্রায় ৯২ লাখ, মোট আমানতের পরিমাণ ১ লাখ ৪৫ হাজার কোটি টাকা এবং ঋণ বিতরণ করা হয়েছে প্রায় ২ লাখ ১৫ হাজার কোটি টাকা।

জানা গেছে, আসন্ন কুরবানি ঈদের ছুটির পর বাংলাদেশ ব্যাংক এসব ব্যাংক পরিচালনার জন্য পৃথক কমিটি গঠন করবে। ইতোমধ্যে একটি বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাংকগুলোর সম্পদ নিরীক্ষা সম্পন্ন হয়েছে। কোন ব্যাংক যদি নিজেদের আর্থিকভাবে সবল প্রমাণ করতে পারে, তাহলে তা একীভূতকরণের তালিকা থেকে বাদ পড়বে। অন্যথায় ‘ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ ২০২৫’-এর আওতায় একীভূত প্রক্রিয়া শুরু হবে।

খেলাপি ঋণসমূহ হস্তান্তর করা হবে একটি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিতে, যাতে নতুন ব্যাংকের খেলাপির হার ১০ শতাংশের নিচে রাখা যায়। তিন বছরের মধ্যে নতুন ব্যাংকটি শেয়ার ছাড়বে বেসরকারি উদ্যোক্তাদের কাছে।

বিশেষজ্ঞরা মনে করেন, এই একীভূতকরণ উদ্যোগ ইতিবাচক হলেও সুশাসন ও জবাবদিহি নিশ্চিত না হলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না।

আরো পড়ুন