Ridge Bangla

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীতে এনসিপির সমাবেশ আজ

আওয়ামী লীগের দলীয় বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে আজ রাজধানীতে সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (২ মে) বিকেল ৩টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, যারা সমাবেশে বক্তব্য রাখবেন।

গত শনিবার এনসিপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত দলের চতুর্থ সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। দলের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সভায় সভাপতিত্ব করেন দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সঞ্চালনা করেন সদস্যসচিব আখতার হোসেন। সভায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সভায় দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে ‘পলিটিক্যাল কাউন্সিল’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়, যা ভবিষ্যতে দলের নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করবে। সেইসঙ্গে ‘নির্বাহী কাউন্সিল’ গঠন করে ‘পলিটিক্যাল কাউন্সিল’-এর সিদ্ধান্ত বাস্তবায়নের কাজ পরিচালনা করার ঘোষণাও দেওয়া হয়। প্রতি তিন মাস অন্তর এই কাউন্সিল পর্যালোচনা করে নতুন সদস্য অন্তর্ভুক্তি, নবায়ন বা পরিবর্তনের সুযোগ পাবে।

এছাড়া, দলের গঠনতন্ত্র প্রণয়নের লক্ষ্যে পাঁচ বা ততোধিক সদস্যের একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়, যাদের এক সপ্তাহের মধ্যে গঠনতন্ত্রের খসড়া প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও দলীয় রাজনীতি নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়। এর অংশ হিসেবে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বুধবার মিরপুর এবং বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগ এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

তিনি বলেন, “আওয়ামী লীগ এখন আর একটি রাজনৈতিক দল নয়। গণ-অভ্যুত্থানের পর তারা রাজনৈতিকভাবে বৈধতা হারিয়েছে। তাদের দ্রুত বিচারের মাধ্যমে নিষিদ্ধ করা উচিত।”

আরো পড়ুন