Ridge Bangla

প্রস্তাবিত বাজেটে জন-আকাঙ্ক্ষার প্রতিফলন নেই: নাহিদ ইসলাম

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর বাংলামোটরে দলীয় অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার (৩ জুন) বিকেলে তিনি বলেন, “এই বাজেট সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে।”

নাহিদ ইসলাম বলেন, “নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণির জীবনমান উন্নয়নের ক্ষেত্রে বাজেটটি কোনো কার্যকর ভূমিকা রাখতে পারবে না। বরং জনস্বার্থের চেয়ে ধনীদের সুবিধাকেই এতে প্রাধান্য দেওয়া হয়েছে।”

তিনি বিশেষভাবে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগকে ‘অনৈতিক’ ও ‘গণআন্দোলনের চেতনাবিরোধী’ বলে অভিহিত করেন।

দেশের বেকারত্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “বেকারত্ব এখন মারাত্মক সামাজিক সংকটে রূপ নিয়েছে। অথচ বাজেটে কর্মসংস্থান বা যুবকদের দক্ষতা উন্নয়ন বিষয়ে কোনো সুস্পষ্ট পরিকল্পনা নেই। দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে এই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত ছিল।”

তবে জুলাই মাসের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য বাজেটে প্রস্তাবিত ৪০৫ কোটি ২০ লাখ টাকার বরাদ্দকে স্বাগত জানিয়েছেন তিনি। বলেন, “এই বরাদ্দ যদি সঠিকভাবে বাস্তবায়ন করা যায়, তবে প্রকৃত ভুক্তভোগী পরিবারগুলো উপকৃত হবে।” এ সময় তিনি বরাদ্দের কার্যকর বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।

আরো পড়ুন