গাজীপুরের চান্দনা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন এনসিপির আরেক নেতা আব্দুল হান্নান মাসউদ।
হান্নান মাসউদ তার পোস্টে লেখেন, “গাজীপুরের চান্দনায় হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা হয়েছে। আশপাশে যারা আছেন, দ্রুত এগিয়ে আসেন, প্লিজ।”
এনসিপির মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলমও একই ধরনের তথ্য দিয়েছেন। তিনি তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে লেখেন, “হাসনাতের গাড়িতে গাজীপুর এলাকায় ১০-১২ জন সন্ত্রাসী হামলা চালিয়েছে। গাড়ির গ্লাস ভেঙে গেছে, তার হাত রক্তাক্ত হয়েছে। আশপাশে যারা আছেন, দয়া করে হাসনাতকে নিরাপত্তা দিন।”
এই ঘটনায় এনসিপি নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। হামলার বিস্তারিত কারণ এখনো জানা যায়নি।