Ridge Bangla

ঈদে তৌসিফের সঙ্গে ‘চুপকথা’ নিয়ে আসছেন নাজনীন নিহা

বর্তমান সময়ের জনপ্রিয় তরুণ অভিনেত্রী নাজনীন নিহা নাটক ও টেলিফিল্মে ব্যস্ত সময় পার করছেন। অল্প সময়েই দর্শকদের কাছে পরিচিত ও পছন্দের মুখ হয়ে উঠেছেন তিনি। এরই ধারাবাহিকতায় আসন্ন ঈদেও একাধিক নাটকে দেখা যাবে তাকে।

সম্প্রতি তিনি শেষ করলেন ‘চুপকথা’ নামের একটি নাটকের শুটিং, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। নাটকটি নির্মাণ করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। জানা গেছে, নাটকটি ঈদের আগের দিন সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।

নাটকটি সম্পর্কে নাজনীন নিহা বলেন, “‘চুপকথা’ একটি প্রেমের গল্প হলেও এখানে সমাজ ও প্রকৃতির একটি সূক্ষ্ম চিত্রও তুলে ধরা হয়েছে। দর্শকদের জন্য এটি একটু ভিন্ন স্বাদের কাজ হবে।”

রোমান্টিক ঘরানার নাটকে নিয়মিত অভিনয় করছেন নিহা। এ প্রসঙ্গে তিনি বলেন, “দর্শক আমাকে রোমান্টিক নাটকেই বেশি পছন্দ করেন। আমি চেষ্টা করি তাদের চাহিদা অনুযায়ী কাজ করতে। বর্তমানে রোমান্টিক নাটকেও গভীরতা রয়েছে, অভিনয়ের সুযোগও থাকে।”

তিনি আরও জানান, প্রতিটি নাটকে অভিনয়ের আগে তিনি গল্প ও চরিত্র নিয়ে ভাবেন এবং নিজেকে প্রস্তুত করেন।

প্রসঙ্গত, গেলো ঈদে জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে অভিনীত ‘মেঘ বালিকা’ নাটকটি ব্যাপক সাড়া ফেলেছিল। এর আগে ভালোবাসা দিবসে ‘মন দুয়ারি’ নাটকেও প্রশংসা পেয়েছিলেন তিনি। রোমান্টিক নাটকে নাজনীন নিহা এখন একটি প্রতিষ্ঠিত নাম, বিশেষ করে তরুণ দর্শকদের মাঝে তার আলাদা ভক্তগোষ্ঠী গড়ে উঠেছে।

আরো পড়ুন