Ridge Bangla

ডিসেম্বর থেকে জুনের মধ্যেই জাতীয় নির্বাচন: রিজওয়ানা হাসান

২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, নির্ধারিত সময়সীমার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

শুক্রবার (২৩ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ প্রাণিবিদ্যা সমিতির ২৪তম জাতীয় সম্মেলন ও বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, “বর্তমান সরকার কেবল নির্বাচন আয়োজনের জন্যই দায়িত্ব নেয়নি। তবে আমরা পরিষ্কারভাবে জানাতে চাই, আগামী নির্বাচন ডিসেম্বর ২০২৫ থেকে জুন ২০২৬-এর মধ্যে অনুষ্ঠিত হবেই। এর বাইরে যাওয়ার সুযোগ নেই।”

তিনি আরও জানান, নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে কিছু ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার বিভিন্ন বাধা ও চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে রিজওয়ানা হাসান বলেন, “এ বিষয়ে আমি কিছু বলব না। যদি প্রধান উপদেষ্টা কোনো সিদ্ধান্ত নেন বা নির্বাচনের বিষয়ে নতুন কোনো অবস্থান নেন, তা তিনি নিজেই গণমাধ্যমে জানাবেন।”

আরো পড়ুন