Ridge Bangla

স্বপ্নে কেয়ামত দেখে তওবা করে অভিনয় ছেড়েছি: নাহিদা আশরাফ আন্না

এক সময় ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন নাহিদা আশরাফ আন্না। প্রায় ৫০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করা এই নায়িকা এখন অভিনয়জগত থেকে সম্পূর্ণ দূরে। বর্তমানে তিনি সংসার ও নিজস্ব বিউটি পার্লার ব্যবসা নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) ছিল তার জন্মদিন। এ উপলক্ষে আরটিভির সঙ্গে আলাপকালে আন্না জানান, “এক রাতে স্বপ্নে কেয়ামতের দৃশ্য দেখেছিলাম। সেই রাতেই সিদ্ধান্ত নিই আর অভিনয় করব না। সঙ্গে সঙ্গে তওবা করেছি। আল্লাহর কাছে অঙ্গীকার করেছি, জীবনে আর সিনেমায় কাজ করব না।”

তবে অভিনয়ের প্রতি ভালোবাসা এখনো অটুট। তিনি বলেন, “আমি অভিনয়কে সবসময় ভালোবাসি। কিন্তু বিশেষ কারণে কাজ ছাড়তে হয়েছে। এখন আমি আমার পার্লার ব্যবসা নিয়ে সুখে আছি। এখানে শুধু মেকআপ নয়, একজন নারী উদ্যোক্তা হিসেবেও নিজেকে গড়ে তুলছি।”

চলচ্চিত্রে কাজের স্মৃতি প্রসঙ্গে আন্না বলেন, “আমি মান্না ভাই, ডিপজল সাহেবের সঙ্গে বেশি কাজ করেছি। শাকিব খান, রিয়াজ ভাই, ফেরদৌস ভাই, জায়েদ খান—সবাইয়ের সঙ্গেই কাজ করার সুযোগ হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি অনেক সৌভাগ্যবান। সবাই আমাকে ভালোবাসা দিয়েছেন, সম্মান করেছেন। আমার কোনো শত্রু নেই, এটাই বড় প্রাপ্তি।”

বর্তমান সময়ের তারকাদের ব্যক্তিজীবন ঘিরে আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, “আগে মানুষের তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে এত আগ্রহ ছিল না। এখন সোশ্যাল মিডিয়ার কারণে অনেক কিছু সামনে চলে আসে। আমার ইচ্ছে, সিনিয়র-জুনিয়র সবাই ব্যক্তিজীবন আড়ালে রাখুক, পেশাগত কাজ সামনে আনুক।”

আন্নার অভিনয় জীবনের শুরু ছোটবেলায়। শিশুশিল্পী হিসেবে তিনি ‘বিদ্রোহী পদ্মা’, ‘মালা তুমি কার’, ‘প্রেম পিয়াসী’সহ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন। ২০০৬ সালে ‘বিনোদন বিচিত্রা ফটোসুন্দরী’ প্রতিযোগিতায় রানার আপ হন এবং ২০০৯ সালে এফ আই মানিক পরিচালিত ‘মায়ের হাতে বেহেস্তের চাবি’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক ঘটে তার।

আরো পড়ুন