Ridge Bangla

মিয়ানমারে ফের যুদ্ধবিরতির মেয়াদ বাড়াল জান্তা সরকার

মিয়ানমারে ক্ষমতাসীন সামরিক জান্তা ফের বাড়িয়েছে যুদ্ধবিরতির মেয়াদ। ভূমিকম্প-পরবর্তী ত্রাণ ও পুনর্গঠন কার্যক্রমে সহায়তার জন্য এই মেয়াদ ২০২৫ সালের জুন মাসের শেষ দিন পর্যন্ত বাড়ানো হয়েছে বলে রোববার (১ জুন) এক বিবৃতিতে জানিয়েছে জান্তা সরকার।

এর আগে গত মার্চের শেষ দিকে সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়েছিল। এরপর দুই দফায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়।

দেশটিতে গত ২৮ মার্চ ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। জান্তা সরকারের দেওয়া তথ্যমতে, এতে ৫ হাজার ৩৫০ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৭ হাজার ৬৮০ জন, আর নিখোঁজ রয়েছেন শত শত মানুষ। লক্ষাধিক মানুষ গৃহহীন হয়ে পড়েছে। ভূমিকম্পের পর থেকেই শুরু হয় উদ্ধার ও পুনর্গঠনের কাজ, যা এখনও চলছে।

সরকারি টেলিভিশন মিয়ানমার ইন্টারন্যাশনাল টিভি জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ভেঙে পড়া অবকাঠামো পুনর্নির্মাণে যুদ্ধবিরতির এই সময়টি গুরুত্বপূর্ণ। তবে যুদ্ধবিরতির পাশাপাশি সেনা মোতায়েনও বাড়িয়েছে জান্তা, যা দেশটিতে দ্বন্দ্বপূর্ণ বাস্তবতার সৃষ্টি করেছে।

বিবৃতিতে জানানো হয়, “যুদ্ধবিরতির সময় কোনো গোষ্ঠী বেসামরিক জনগণের ক্ষতি করতে পারে এমন কর্মকাণ্ডে জড়ালে কঠোর জবাব দেওয়া হবে।” বিশেষ করে চীন-সমর্থিত তেল ও গ্যাস পাইপলাইনের নিরাপত্তা নিশ্চিত করাই জান্তা সরকারের অন্যতম উদ্দেশ্য বলে জানা গেছে।

প্রসঙ্গত, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় সেনাবাহিনী। এর পর থেকেই দেশজুড়ে শুরু হয় গণতন্ত্রপন্থি আন্দোলন ও সশস্ত্র বিদ্রোহ। জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর অংশগ্রহণে সংঘর্ষ আরও তীব্র হয়, ফলে মিয়ানমার আজ রাজনৈতিক অস্থিরতা, সশস্ত্র সংঘাত ও প্রাকৃতিক দুর্যোগের কারণে এক ভয়াবহ মানবিক সংকটে নিপতিত।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন