Ridge Bangla

অভিনেতা ইরেশ যাকেরের নামে হত্যা মামলা

জনপ্রিয় অভিনেতা ও বিজ্ঞাপন উদ্যোক্তা ইরেশ যাকেরের নামে একটি হত্যা মামলা দায়ের হয়েছে—এই খবর প্রকাশের পর অনেকেই বিস্মিত হয়েছেন। নাটক-সিনেমায় সাদাসিধে চরিত্রে পরিচিত এই অভিনেতা কীভাবে খুনের মামলায় জড়িয়ে পড়লেন, তা নিয়ে তৈরি হয়েছে জোর আলোচনা।

মামলাটি শুধু ইরেশ যাকেরের বিরুদ্ধে নয়, তার সঙ্গে আরও ৪০৭ জনের নাম রয়েছে। মামলায় তিনি ১৫৭ নম্বর আসামি।

এ বিষয়ে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের নির্দেশেই মিরপুর মডেল থানায় মামলাটি রুজু করা হয়েছে। পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে মঙ্গলবার (২৯ এপ্রিল) জানানো হয়, “আদালত অভিযোগ গ্রহণ করেছে। এরপর সেই অভিযোগের ভিত্তিতে থানাকে মামলা রুজুর নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ কেবল আদালতের আদেশ অনুযায়ী কাজ করেছে।”

মামলাটি দায়ের করেছেন নিহত বিএনপিকর্মী মাহফুজ আলম শ্রাবণের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পী। তিনি ২০ এপ্রিল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করেন। আদালত সেদিনই তার জবানবন্দি গ্রহণ করে এবং মিরপুর মডেল থানাকে মামলাটি গ্রহণ করার নির্দেশ দেয়।

মামলায় আসামিদের মধ্যে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অভিনেতা ইরেশ যাকেরসহ মোট ৪০৮ জন।

এ ঘটনা নিয়ে শোবিজ অঙ্গনে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেক নির্মাতা ও সহকর্মী সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ কেউ মামলাটিকে “অযৌক্তিক” ও “হাস্যকর” বলে উল্লেখ করেছেন।

তবে মামলার বিস্তারিত তথ্য ও ইরেশ যাকেরের সংশ্লিষ্টতা স্পষ্ট হবে তদন্ত শেষ হলেই। এ মুহূর্তে সাধারণ মানুষ থেকে শুরু করে বিনোদন অঙ্গনের সকলেরই একটাই প্রশ্ন, “ইরেশ যাকের কেন?” সেই প্রশ্নের উত্তর মিলবে সময় ও তদন্তের অপেক্ষায়।

আরো পড়ুন