নাচ, অভিনয় ও উপস্থাপনায় সমান দক্ষতার পরিচয় দিয়েছেন মুমতাহিনা চৌধুরী টয়া। প্রায় ১৫ বছরের ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন বহু জনপ্রিয় নাটক ও টেলিছবি। অভিনয়ের পাশাপাশি ওয়েব কনটেন্ট ও সিনেমাতেও দেখা গেছে এই লাক্স সুন্দরীকে। তবে বিয়ের পর কিছুটা বিরতিতে ছিলেন টয়া।
সর্বশেষ তিনি ২০২৩ সালের মাঝামাঝিতে তপু খান পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভালোবাসার রঙ’-এ কাজ করেছিলেন। এরপর প্রায় দেড় বছরের বিরতি শেষে আবারও ফিরেছেন আলো ঝলমলে লাইট-ক্যামেরার দুনিয়ায়। টয়া এবারে উপস্থাপনার মাধ্যমে আবারও টেলিভিশনে হাজির হয়েছেন।
টয়া বলেন, “প্রায় দেড় বছর পর টিভিতে ফিরলাম। নিজেকে সময় দেওয়ার জন্যই কিছুটা বিরতি নিয়েছিলাম। শুটিংয়ের প্রথম দুদিন কিছুটা কষ্ট হয়েছে, তবে ধীরে ধীরে মানিয়ে নিয়েছি।”
তিনি আরও যোগ করেন, “আমি কখনও শোবিজ ছেড়ে দিইনি বা হারিয়ে যাইনি। পারিবারিক দিক সামলাতে এবং নিজের জন্য সময় বের করতে অভিনয় কমিয়েছিলাম। এই সময়টাতে মার্কেটিংয়ের কাজ করেছি। তবে যেকোনো প্রয়োজনে উপস্থিত থেকেছি। এখন আবার অভিনয়ে নিয়মিত হতে চাই। আপাতত আর কোনো বিরতির পরিকল্পনা নেই।”