Ridge Bangla

ভারতে পাঠ্যবই থেকে বাদ মোগল-সুলতানি শাসন

ভারতে সপ্তম শ্রেণির নতুন সমাজবিজ্ঞান বই থেকে বাদ দেওয়া হয়েছে দিল্লির মোগল ও সুলতানি শাসনামলের ইতিহাস। এর বদলে নতুনভাবে সংযোজন করা হয়েছে মগধ, মৌর্য ও শুঙ্গ সাম্রাজ্যসহ অন্যান্য প্রাচীন ভারতীয় শাসকদের ইতিহাস।

দ্য ইকোনমিক টাইমস-এর খবরে বলা হয়েছে, নতুন শিক্ষানীতি অনুযায়ী ২০২৫ শিক্ষাবর্ষে সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সমাজবিজ্ঞানের নতুন পাঠ্যবই প্রকাশ করেছে দেশটির ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি)। পূর্ববর্তী পাঠ্যবইয়ে মোগল আমল এবং দিল্লির সুলতানি সাম্রাজ্য নিয়ে দুটি পৃথক অধ্যায় ছিল, যা নতুন বইয়ে বাদ দেওয়া হয়েছে। এদের পরিবর্তে প্রাচীন ভারতীয় সাম্রাজ্যের ওপর একটি নতুন অধ্যায় যুক্ত করা হয়েছে।

আগে বাদ দেওয়া ওই অধ্যায়গুলোতে মুহাম্মদ বিন তুঘলক, ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খিলজি, মামলুক ও ইব্রাহিম লোদির মতো শাসকদের নিয়ে আলোচনা ছিল। তবে নতুন পাঠক্রমে এই অংশগুলো নেই।

নতুন বইয়ে মগধ, মৌর্য ও শুঙ্গ সাম্রাজ্যের পাশাপাশি ২০২৫ সালে উত্তর প্রদেশের প্রয়াগরাজে অনুষ্ঠিতব্য কুম্ভমেলা, ‘মেক ইন ইন্ডিয়া’, ‘বেটি বাঁচাও বেটি পড়াও’, অটল টানেল প্রকল্প এবং রবীন্দ্রনাথ ঠাকুর ও সাবেক রাষ্ট্রপতি এ. পি. জে. আবদুল কালামের জীবন ও অবদান তুলে ধরা হয়েছে।

আরো পড়ুন