ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকা থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল বরিশাল থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সজীব খান (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার বরিশালের বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। রোববার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপির ভাষ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় নিজের মোটরসাইকেল নিয়ে অবস্থান করছিলেন শামীম নামের এক ব্যক্তি। সে সময় সজীব খান এসে মোটরসাইকেলের সঙ্গে ছবি তোলার অনুরোধ করেন। এরপর ভিডিও করার কথা বলে শামীমের কাছ থেকে মোটরসাইকেলের চাবি নিয়ে নেয় সজীব। ছবি তুলতে সহায়তার সময় সজীব কৌশলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারে শাহবাগ থানায় একটি মামলা করেন শামীম। মামলার ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় চোরের অবস্থান শনাক্ত করে পুলিশ। পরে বরিশালের বিমানবন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে সজীবকে গ্রেপ্তার করে এবং চুরি হওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজীব স্বীকার করেছেন যে তিনি একজন পেশাদার চোর এবং অতীতেও একাধিকবার চুরি ও অন্যান্য অপরাধে জড়িত ছিলেন। তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানানো হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।