দুর্নীতির অভিযোগ ও সংসদে আস্থা ভোটে পরাজিত হয়ে পদত্যাগ করেছেন মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী লুভাসাল্লামস্রাইন ওয়ুন-এরদেন। পারিবারিক বিলাসবহুল জীবনযাপনকে ঘিরে জনগণের ক্ষোভ এবং টানা কয়েক দিনের গণবিক্ষোভের প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত আসে। মঙ্গলবার (৩ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, রাজধানী উলানবাটোরে প্রধানমন্ত্রী ওয়ুন-এরদেনের পরিবারের প্রতি দীর্ঘদিন ধরে অসন্তোষ বিরাজ করছিল। সম্প্রতি তার ছেলের বিলাসবহুল জন্মদিন ও বাগদান অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জনরোষ তীব্র হয়ে ওঠে। পরে তা বিক্ষোভে রূপ নেয়।
আস্থা ভোটে ১২৬ সদস্যের সংসদে মাত্র ৪৪ জন আইনপ্রণেতা ওয়ুন-এরদেনকে সমর্থন দেন। ভোটে হেরে যাওয়ার পর তিনি বলেন, “মহামারি, যুদ্ধ ও বৈশ্বিক অর্থনৈতিক সংকটের সময়ে দেশের জন্য কাজ করা ছিল গর্বের বিষয়।” তবে তিনি দাবি করেন, সরকারের পতনের পেছনে অদৃশ্য স্বার্থগোষ্ঠীর ষড়যন্ত্র রয়েছে। তার মতে, অপসারণের ফলে দেশে রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক অনিশ্চয়তা সৃষ্টি হতে পারে।
এদিকে, দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল জানিয়েছে, ওয়ুন-এরদেনের শাসনামলে দেশে দুর্নীতির মাত্রা বেড়েছে। ১৮০ দেশের মধ্যে সরকারি স্বচ্ছতায় মঙ্গোলিয়ার অবস্থান এখন ১১৪তম।
২০২১ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া ওয়ুন-এরদেন এখন থেকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন। আগামী ৩০ দিনের মধ্যে সংসদ নতুন প্রধানমন্ত্রী মনোনীত করবে।