Ridge Bangla

রেকর্ডের পথে মোহনলালের ‘থুদারুম’

মালয়ালম চলচ্চিত্রের কিংবদন্তি মোহনলাল আবারও প্রমাণ করলেন তার অমলিন তারকাখ্যাতি। গত শুক্রবার মুক্তিপ্রাপ্ত তার নতুন থ্রিলারধর্মী ছবি ‘থুদারুম’ মুক্তির পর থেকেই দর্শকপ্রিয়তা ও বক্স অফিসে উল্লেখযোগ্য সাফল্য পাচ্ছে।

সিনেমা বিশ্লেষণ সংস্থা স্যাকনিল্ক-এর তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিন ভারতে সিনেমাটি আয় করেছে প্রায় ৫.২৫ কোটি রুপি। দ্বিতীয় দিন শনিবার এই আয় বেড়ে দাঁড়ায় ৮.৬ কোটি রুপি এবং রবিবার তা আরও বৃদ্ধি পেয়ে ১০.৮৯ কোটি রুপিতে পৌঁছে যায়। প্রথম তিন দিনে সিনেমার মোট আয় দাঁড়িয়েছে ২৪.৭৪ কোটি রুপি। চতুর্থ দিন শেষে এটি পৌঁছায় ২৭.৩৬ কোটি রুপিতে।

ছবিতে মোহনলালের সঙ্গে দীর্ঘদিন পর পর্দায় ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী শোবানা। এই জুটির কামব্যাক দর্শকদের মধ্যে বাড়তি উত্তেজনা সৃষ্টি করেছে, যারা একসঙ্গে ‘মানিচিত্রতাল’, ‘নাদোডিকাট্টু’, ‘থালাভাট্টম’-এর মতো একাধিক হিট ছবি উপহার দিয়েছেন।

২০২৪ সালে মালয়ালম চলচ্চিত্রে নতুন মাইলফলক তৈরি করে ‘মানজুম্মেল বয়েজ’, যা বিশ্বজুড়ে ২৪২ কোটি রুপি আয় করে। পরে মোহনলালের ‘এল টু: এমপুরান’ মাত্র ১০ দিনের মধ্যেই ২৫০ কোটির রেকর্ড গড়ে সেই মাইলফলক ছুঁয়ে ফেলে।

এবার প্রশ্ন উঠেছে, ‘থুদারুম’ কি সেই রেকর্ড ভেঙে আরও বড় ইতিহাস গড়তে পারবে?

দর্শক ও সমালোচকদের প্রতিক্রিয়া বলছে, সিনেমার গল্প, পারফরম্যান্স এবং পরিচালনায় এক নতুন মাত্রা এনেছে ‘থুদারুম’। যদি এই গতি বজায় থাকে, তবে খুব শিগগিরই এটি মালয়ালম চলচ্চিত্রের আরেকটি নতুন রেকর্ড হিসেবে জায়গা করে নিতে পারে।

আরো পড়ুন