Ridge Bangla

মডেল মেঘনা আলম জামিনে মুক্ত

প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন মডেল মেঘনা আলম। সোমবার (২৮ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহর আদালতে শুনানি শেষে তার জামিন মঞ্জুর করা হয়।

এর আগে, ১০ এপ্রিল বিশেষ ক্ষমতা আইনের আওতায় ৩০ দিনের আটকাদেশ দিয়ে মেঘনাকে কারাগারে পাঠানো হয়। পরে ১২ এপ্রিল ভাটারা থানায় প্রতারণার আরেক মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়। ওই মামলায় আদালত দেওয়ান সমিরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

পরবর্তীতে, ১৭ এপ্রিল ধানমণ্ডি থানায় করা চাঁদাবাজি ও প্রতারণার মামলায় মেঘনার আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর ২২ এপ্রিল একই মামলায় তার আরও চার দিনের রিমান্ড দেওয়া হয়।

সবশেষে, আলোচিত এই মডেল জামিনে মুক্তি পেলেন। বর্তমানে মামলার তদন্তের অগ্রগতি নিয়ে তৎপর রয়েছে সংশ্লিষ্ট মহল।

আরো পড়ুন