Ridge Bangla

দীর্ঘ বিরতির পর অভিনয়ে মিথিলা

দীর্ঘ ছয় বছরের বিরতির পর অভিনয়ে ফিরেছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ বিজয়ী এই তারকা বলিউডে পা রেখেছিলেন ২০১৯ সালে ‘রোহিঙ্গা’ সিনেমার মাধ্যমে। পরের বছর সিনেমাটি মুক্তি পেলেও এরপর তাকে আর অভিনয়ে দেখা যায়নি।

সম্প্রতি মিথিলা শুটিং শেষ করেছেন জাহিদ প্রীতম পরিচালিত ‘থার্সডে নাইট’ সিনেমার। জানালেন, শুধু একটি দৃশ্যের কাজ বাকি রয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “বলিউড সিনেমা মুক্তির পর অনেক সিনেমার প্রস্তাব পেয়েছি, তবে তখন কাজ করা হয়নি। মডেলিং নিয়েই ব্যস্ত ছিলাম। এখন ইন্ডাস্ট্রিতে ভালো ভালো সিনেমা হচ্ছে দেখে আগ্রহ জেগেছে। এই সিনেমার গল্পটিও চমৎকার।”

‘থার্সডে নাইট’ সিনেমাটি বন্ধুত্বের গল্পকে কেন্দ্র করে নির্মিত হলেও তাতে থ্রিল ও চমকও রয়েছে বলে জানান মিথিলা। এতে তার সঙ্গে অভিনয় করেছেন সৌম্য জ্যোতি, সামিরা খান মাহি, ফররুখ রেহান প্রমুখ। আসছে ঈদুল আজহায় একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।

উল্লেখ্য, আন্তর্জাতিক অঙ্গনেও আলো ছড়িয়েছেন তানজিয়া জামান মিথিলা। ২০১৯ সালে দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিত ‘ফেস অব এশিয়া’ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তিনি এবং ‘ফেস অব এশিয়া ২০১৯’-এ বিজয়ী হন ইন্দোনেশিয়ার আইয়ুমওলিদার সঙ্গে।

আরো পড়ুন