Ridge Bangla

এবার কোরিয়ান নাটকের ডাবিংয়ে মিথিলা

জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এবার কোরিয়ান নাটক ‘ডেসেন্ড্যান্টস অফ দ্য সান (ডটস)’-এর বাংলা ডাবিংয়ে কণ্ঠ দেওয়ার মধ্য দিয়ে ভিন্নধারার এক কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন। নাটকটির দ্বিতীয় গুরুত্বপূর্ণ চরিত্র ডক্টর ইউন মিউং জু চরিত্রে ডাবিং করবেন তিনি।

মিথিলা বলেন, “নিজের সিনেমায় নিজের চরিত্রের জন্য ডাবিং করলেও অন্য কারও জন্য কণ্ঠ দেওয়া আমার জন্য একদম নতুন অভিজ্ঞতা। ডাবিং মানেই কেবল সংলাপ বলা নয়; চরিত্রের বৈশিষ্ট্য, আবেগ এবং ঠোঁট মেলানোর কাজটা ঠিকঠাক করতে হয়। এটি বেশ চ্যালেঞ্জিং এবং মজার।”

বাংলা ডাবিংয়ের দায়িত্ব নিয়েছেন খালিদ হোসেন অভি, যিনি ‘রিপ্লাই ১৯৮৮’, ‘লেজেন্ড অফ দ্য ব্লু সি’ এবং ‘মিস্টার কুইন’-এর বাংলা ডাবিং প্রযোজনা করেছেন। অভি জানান, “মিথিলা ‘ডেসেন্ড্যান্টস অফ দ্য সান’-এর ডক্টর ইউন মিউং জু চরিত্রে কণ্ঠ দেবেন। এই চরিত্রটি মূলত দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী কিম জি ওয়ান অভিনীত।”

‘ডেসেন্ড্যান্টস অফ দ্য সান (ডটস)’ নাটকটি অসাধারণ গল্প, চরিত্রগুলোর গভীরতা এবং সং জোং-কি ও সং হে কিয়োর রসায়নের কারণে বিশ্বজুড়ে দর্শকদের মনে বিশেষ স্থান করে নিয়েছে। বাংলা ডাবিংয়ের মাধ্যমে এটি নতুনভাবে বাংলাদেশি দর্শকদের কাছেও পৌঁছাবে।

মিথিলার এই নতুন অভিজ্ঞতা বাংলা ডাবিং শিল্পে ইতিবাচক পরিবর্তন আনতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আরো পড়ুন