Ridge Bangla

নাচের ভিডিও শেয়ার করে সমালোচনার মুখে মিষ্টি জান্নাত

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত ফের আলোচনার কেন্দ্রে। বিয়ে ও প্রেম নিয়ে চলমান গুঞ্জনের মধ্যেই সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি নাচের ভিডিও শেয়ার করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি।

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হওয়া মিষ্টি জান্নাত অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। সম্প্রতি নিজের ফেসবুক পেজে একটি নাচের ভিডিও পোস্ট করেন তিনি, যেখানে তাকে একটি মঞ্চে গানের তালে পারফর্ম করতে দেখা যায়। দর্শকদেরও নাচে মাতিয়ে তুলেছিলেন তিনি। জানা গেছে, ভিডিওটি সিঙ্গাপুরে অনুষ্ঠিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের।

তবে নাচের প্রশংসার বদলে ভিডিওটির কমেন্ট সেকশন ভরে যায় কটাক্ষ আর ট্রলে। কেউ কেউ তার পারফরম্যান্স নিয়ে বিদ্রূপ করেছেন, আবার কেউ তুলনা করেছেন অভিনেতা জায়েদ খানের সঙ্গে। একজন নেটিজেন লিখেছেন, “মিস্টার জায়েদ খান ফ্রম বাংলাদেশ মহিলা ভার্সন।” মাহিমা নামে একজন মন্তব্য করেছেন, “ওরে বাবা! আপনি এত কঠিন ড্যান্স শিখলেন কোথায়?” আরেকজন রসিকতা করে লিখেছেন, “সঙ্গে যদি জায়েদ খান থাকতেন, তাহলে আরও বেশি কান্না করতাম।”

সব মিলিয়ে, মঞ্চে মিষ্টি জান্নাতের পারফরম্যান্স দর্শকদের বিনোদিত করলেও, অনলাইনে তা বিতর্কের জন্ম দিয়েছে। ভক্তদের একাংশ যেখানে বিষয়টিকে সাদামাটা বিনোদন হিসেবে দেখছেন, অন্যরা সেটিকে শালীনতা ও রুচির প্রশ্নে তুলছেন।

আরো পড়ুন