শ্রীলঙ্কার পূর্বাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ মে) রাজধানী কলম্বোর পূর্বাঞ্চলীয় মাদুরু ওয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর এএফপির।
দেশটির সেনাবাহিনী জানিয়েছে, বিধ্বস্ত হওয়া বেল ২১২ মডেলের হেলিকপ্টারটিতে মোট ১২ জন আরোহী ছিলেন। নিহতদের মধ্যে চারজন কমান্ডো এবং দুইজন বিমান বাহিনীর সদস্য ছিলেন।
সেনাবাহিনীর একজন কর্মকর্তা জানান, হেলিকপ্টারটি একটি প্রদর্শনী ফ্লাইটে অংশ নিচ্ছিল এবং ‘রোপ জাম্প’ অনুশীলনের প্রস্তুতি চলছিল। এ সময় হেলিকপ্টারটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মাদুরু ওয়া এলাকার একটি হ্রদে আছড়ে পড়ে।
আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর ছয়জনের মৃত্যু নিশ্চিত করা হয়। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো স্পষ্টভাবে জানা যায়নি।
ঘটনাটি ঘটেছে মাদুরু ওয়াতে স্পেশাল ফোর্সেস ট্রেনিং স্কুলে আয়োজিত একটি পাসিং আউট কুচকাওয়াজ অনুষ্ঠানের প্রস্তুতির সময়। ঘটনাস্থলে তদন্তকারী দল পাঠানো হয়েছে বলে জানিয়েছে শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয়।