Ridge Bangla

ঈদুল আজহার দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে

মেট্রোরেল

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে মেট্রোরেল চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগামী শনিবার, ৭ জুন ঈদের দিন মেট্রোরেল চালু থাকবে না বলে বুধবার (৪ জুন) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের দিন মেট্রোরেল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। তবে ৮ জুন, ঈদের পরদিন সকাল ৮টা থেকে প্রতি ৩০ মিনিট অন্তর ট্রেন চলবে নির্ধারিত হেডওয়ে অনুযায়ী।

এরপর ৯ জুন থেকে মেট্রোরেল চলবে সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী।

উল্লেখ্য, ঢাকার মেট্রোরেল বর্তমানে নগরবাসীর কাছে একটি আধুনিক, সময়সাশ্রয়ী ও পরিবেশবান্ধব গণপরিবহন হিসেবে পরিচিত হয়ে উঠেছে। যাত্রীসেবার মান উন্নয়নের অংশ হিসেবে ছুটির দিনেও ট্রেন চালুর উদ্যোগ থাকলেও ঈদের মতো বড় ধর্মীয় উৎসবে সেবাটি সাময়িকভাবে বন্ধ রাখা হয় যাতে যাত্রীরা পরিবার-পরিজনের সঙ্গে নিরবচ্ছিন্নভাবে সময় কাটাতে পারেন।

আরো পড়ুন