Ridge Bangla

আইসিসি র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ারের সেরা অবস্থানে মিরাজ

জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে দারুণ পারফরম্যান্সের পর সুখবর পেলেন মেহেদী হাসান মিরাজ। বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন বাংলাদেশের এই ক্রিকেটার। আইসিসির টেস্ট অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে এখন দ্বিতীয় স্থানে উঠে এসেছেন মিরাজ। তার ওপরে রয়েছেন শুধু ভারতের রবীন্দ্র জাদেজা। এটি ২৭ বছর বয়সী এই অলরাউন্ডারের ক্যারিয়ারের সেরা অবস্থান।

সম্প্রতি আইসিসি ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে। গত সপ্তাহে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে সাত নম্বরে ব্যাট করতে নেমে মিরাজ করেন ১০৪ রান। এরপর বল হাতেও দেখান দারুণ পারফরম্যান্স—দ্বিতীয় ইনিংসে অফ স্পিনে শিকার করেন ৫ উইকেট।

বাংলাদেশের তৃতীয় খেলোয়াড় হিসেবে একই টেস্টে সেঞ্চুরি ও ৫ উইকেট নেওয়ার বিরল রেকর্ড গড়েছেন মিরাজ। তার অলরাউন্ড নৈপুণ্যের বদৌলতে টাইগাররা ওই ম্যাচে জয় পায় এবং দুই ম্যাচের টেস্ট সিরিজে সমতা ফেরায়।

আইসিসির টেস্ট বোলিং র‍্যাঙ্কিংয়েও মিরাজ এগিয়েছেন দুই ধাপ, অবস্থান এখন ২৪তম। এই তালিকায় শীর্ষে রয়েছেন ভারতের পেসার জসপ্রীত বুমরাহ।

এছাড়া টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়েও মিরাজ ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন। আগের চেয়ে ৮ ধাপ এগিয়ে এখন তিনি ৫৫তম স্থানে। তার আগের সর্বোচ্চ অবস্থান ছিল ৬০ নম্বর।

আরো পড়ুন