Ridge Bangla

যুক্তরাজ্যের রেইনড্যান্স উৎসবে যাচ্ছে মেহজাবীনের ‘সাবা’

আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত মেহজাবীন চৌধুরী অভিনীত চলচ্চিত্র সাবা এবার নির্বাচিত হয়েছে যুক্তরাজ্যের ৩৩তম রেইনড্যান্স চলচ্চিত্র উৎসবে। এই উৎসবের ন্যারেটিভ ফিচার বিভাগে প্রদর্শিত হবে সিনেমাটি। এর আগে সাবা টরন্টো চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার পাশাপাশি বুসান, রেড সি, গোথেনবার্গ, ওসাকা ও ডালাস চলচ্চিত্র উৎসবসহ একাধিক আন্তর্জাতিক উৎসবে অংশ নিয়েছে।

সাবা সিনেমার জন্য মেহজাবীন পেয়েছেন সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন, আর নির্মাতা মাকসুদ হোসাইন মনোনীত হয়েছেন প্রথম সিনেমার পরিচালক ও ডিসকভারি অ্যাওয়ার্ড বিভাগে।

এ বিষয়ে অনুভূতি জানিয়ে মেহজাবীন বলেন, “আন্তর্জাতিকভাবে প্রতিভাবান অনেক শিল্পীর সঙ্গে এক তালিকায় জায়গা পাওয়া সম্মানের। একজন অভিনেত্রী হিসেবে এটি আমার বড় অর্জন।” তিনি আরও যোগ করেন, “আমি সবসময় চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে চাই এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের গল্প তুলে ধরতে আগ্রহী।”

৯০ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্রে মেহজাবীনের পাশাপাশি অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, মোস্তফা মনোয়ারসহ আরও অনেকে।

বাংলাদেশি চলচ্চিত্রের আন্তর্জাতিক প্রসারে সাবার এই অর্জনকে মেহজাবীন একটি আশাব্যঞ্জক সূচনা হিসেবে দেখছেন। তিনি বলেন, “যদি শিল্পী, নির্মাতা ও প্রযোজকরা এক হয়ে কাজ করেন, তাহলে আমাদের ইন্ডাস্ট্রি আরও বড় জায়গায় পৌঁছাতে পারবে।”

উল্লেখ্য, সাবা এখনও বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি।

আরো পড়ুন