অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র প্রিয় মালতি এবার আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হলো। লন্ডন বাঙালি চলচ্চিত্র উৎসবের অষ্টম আসরে ছবিটি দর্শক পছন্দের সেরা চলচ্চিত্র হিসেবে পুরস্কার অর্জন করেছে। ২২ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত চলা এই উৎসবে সিনেমাটি ব্যাপক প্রশংসা কুড়ায় দর্শকমহলে।
চলচ্চিত্রটির পরিচালক ও চিত্রনাট্যকার শঙ্খ দাশগুপ্ত ফেসবুকে এক আবেগঘন বার্তায় লেখেন, “আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, প্রিয় মালতি লন্ডন বাঙালি চলচ্চিত্র উৎসবে দর্শক পুরস্কার জিতেছে। এই অর্জন আমাদের বিশ্বাসকে আরও দৃঢ় করেছে। যারা আমাদের গল্পে বিশ্বাস রেখেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। চলুন, এমন গল্প তৈরি করি, যা সীমানা পেরিয়ে মানুষের হৃদয়ে পৌঁছে যায়।”
এর আগে, প্রিয় মালতি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩-এ ‘বাংলাদেশ প্যানোরামা’ বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার পায়।
প্রিয় মালতি একটি আবেগঘন সামাজিক নাট্যচিত্র, যেখানে একটি গর্ভবতী নারীর জীবনে হঠাৎ আসা পরিবর্তনের মনস্তাত্ত্বিক ও সামাজিক বাস্তবতা তুলে ধরা হয়েছে। বাস্তব ঘটনার প্রেক্ষিতে নির্মিত এই ছবিটি একদিকে যেমন দর্শকের মনে আবেগ জাগায়, তেমনি সমাজের গভীর এক চিত্রও তুলে ধরে।
চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী, নাদির চৌধুরী, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, সমু চৌধুরী, আনিসুল হক বোরুন, শাহজাহান সম্রাট এবং রিজভী রিজু।
এছাড়াও, সিনেমাটি কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ অফিসিয়ালি প্রদর্শিত হয়েছে। আন্তর্জাতিক প্রদর্শনীর পর ২০২৩ সালের ২০ ডিসেম্বর এটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়।