জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর জীবনে চলছে সাফল্যের ধারা। সম্প্রতি বিয়ে করে নতুন জীবন শুরু করেছেন তিনি, একইসঙ্গে তার ক্যারিয়ারেও যুক্ত হচ্ছে একের পর এক অর্জনের পালক।
ছোটপর্দায় দীর্ঘদিন সফলভাবে কাজ করার পর বড়পর্দায়ও নিজের প্রতিভার স্বাক্ষর রাখছেন মেহজাবীন। গত বছর তার চলচ্চিত্রে অভিষেক হয়। ইতোমধ্যে দ্বিতীয় সিনেমা ‘প্রিয় মালতী’ মুক্তি পেয়েছে দেশের প্রেক্ষাগৃহে, যা সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এবং পরিচালনা করেছেন শঙ্খ দাশগুপ্ত।
অন্যদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে তার প্রথম সিনেমা ‘সাবা’। এই দুইটি চলচ্চিত্রের মাধ্যমে মেহজাবীন অংশ নিয়েছেন আন্তর্জাতিক নানা চলচ্চিত্র উৎসবে, যেখানে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন।
সম্প্রতি, প্রিয় মালতী সিনেমাটি লন্ডন বাঙালি চলচ্চিত্র উৎসবের অষ্টম আসরে ‘দর্শকসেরা’ পুরস্কার অর্জন করেছে। এমন অর্জনে মেহজাবীন সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে কৃতজ্ঞতা জানান।
এর আগে ছবিটি কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।
সব মিলিয়ে বলা যায়, মেহজাবীনের ক্যারিয়ার এখন সাফল্যের চূড়ায়, এবং তার এগিয়ে চলা অব্যাহত রয়েছে।