ঢাকার আশেপাশের একটি রিসোর্টে সম্পন্ন হয়েছে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীবের বিয়ের আয়োজন। বিয়ের অনুষ্ঠানে শুধু দুই পরিবারের সদস্যরাই নয়, উপস্থিত ছিলেন শোবিজ অঙ্গনের বহু তারকাও।
মেহজাবীন ও রাজীবের দীর্ঘদিনের প্রেমের কথা প্রায় সবাই জানতেন। দুই পরিবারের পক্ষ থেকেও তাদের সম্পর্কের ব্যাপারে সম্মতি ছিল, ফলে তাদের বিয়েটি হয়েছিল জমকালো আয়োজনে।
এবার ঈদুল ফিতরে বিয়ের পর প্রথম ঈদ উদযাপন করেছেন এই তারকা দম্পতি। ঈদের পরের সময়টা রাজীবের শ্বশুরবাড়িতে বন্ধুদের সঙ্গে কাটিয়েছেন তারা। সে সময় রাজীবের ক্যামেরায় ধরা পড়ে অনেক আনন্দঘন মুহূর্ত।
সেই সব মুহূর্তের মধ্যে সবচেয়ে মন ছুঁয়ে যাওয়া ছিল মেহজাবীন ও তার শ্বশুরের হাসিমুখের একটি ছবি, যা রাজীব ক্যাপশন দেন, “বউ-শ্বশুরের বন্ধুত্ব”। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ প্রশংসা কুড়িয়েছে।
এ সময় মেহজাবীনকে দেখা গেছে লাল শাড়িতে, সাবিলা নূর ছিলেন সাদা শাড়িতে। রাজীবদের বাড়িতে স্বামীকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন সাবিলাও। ছবি এবং পরিবেশনায় ফুটে উঠেছে একটি আন্তরিক, পারিবারিক এবং বন্ধুত্বপূর্ণ ঈদ উদযাপনের রূপ। উল্লেখ্য, দীর্ঘ ১৩ বছরের প্রেমের পর চলতি বছরের শুরুতে বিয়ের বন্ধনে আবদ্ধ হন মেহজাবীন ও রাজীব।