প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছেড়ে বাড়ির পথে ছুটছেন মানুষ। ফলে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে দেখা গেছে উপচে পড়া ভিড়। বৃহস্পতিবার (৫ জুন) সকাল থেকেই স্টেশনে ছিল উৎসবমুখর পরিবেশ, তবে তার চেয়েও বেশি ছিল যাত্রার তাড়াহুড়া আর ভোগান্তি।
স্টেশনজুড়ে শত শত যাত্রীকে ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। প্রতিটি ট্রেনেই ধারণক্ষমতার চেয়ে বহু বেশি যাত্রী উঠে পড়েছেন। কেউ সিট পেয়েছেন, কেউ দাঁড়িয়ে, আবার কেউ ঝুঁকিপূর্ণভাবে ট্রেনের ছাদে বা দরজার ধারে যাত্রা করছেন।
অনেক যাত্রী অভিযোগ করেছেন, ট্রেনের টিকিট অনলাইনে এবং স্ট্যান্ডিং টিকিট হিসেবেও অতিরিক্ত বিক্রি করা হয়েছে, যার ফলে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের ভোগান্তি বেড়েছে। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও সিট না পেয়ে দাঁড়িয়ে বা যেকোনোভাবে ট্রেনে ওঠার চেষ্টা করেছেন।
তবে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, অতিরিক্ত ভিড় সত্ত্বেও ট্রেনগুলো এখন পর্যন্ত নির্ধারিত সময় অনুযায়ী ছেড়ে যাচ্ছে এবং এখনো কোনো শিডিউল বিপর্যয় হয়নি।
কমলাপুর স্টেশনে নিরাপত্তা নিশ্চিতে র্যাব, পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী এবং স্বেচ্ছাসেবকদের সক্রিয় উপস্থিতি দেখা গেছে। যাত্রীদের সহায়তায় তথ্য কেন্দ্র ও স্বেচ্ছাসেবক দল কাজ করছে। ধারণা করা হচ্ছে, ঈদের আগের দিনগুলোতে ভিড় আরও বাড়বে।