মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী শ্রীনগর বাজারে বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে অন্তত ৫০টির বেশি দোকান। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে কাপড়, মুদিখানা, মুরগি এবং অন্যান্য খুচরা পণ্যের দোকান।
প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে হঠাৎ বাজারের একটি অংশে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে মূল বাজার এলাকার তিনটি গলির দোকানজুড়ে। আগুনের তীব্রতায় দোকান মালিক ও স্থানীয়রা কিছুই রক্ষা করতে পারেননি। প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তা দ্রুত পুরো বাজারে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, টানা তিন ঘণ্টার চেষ্টায় ভোর ৫টার দিকে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের একটি যৌথ তদন্ত দল।