Ridge Bangla

কলাপাড়ায় তাপ বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ শেডে ভয়াবহ আগুন

পটুয়াখালীর কলাপাড়ার ধানখালীতে সদ্য চালু হওয়া ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র (আরএনপিএল) এর স্ক্র্যাপ শেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যার পর সাড়ে সাতটার দিকে প্রায় ২০ একর এলাকা জুড়ে আগুনের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের লেলিহান শিখা এতটাই বিশাল ছিল যে দূর থেকেও স্পষ্ট দেখা যাচ্ছিল এবং মুহূর্তেই গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক স্থানীয় বাসিন্দা বলেন, “আগুন লাগার পর বিশাল আগুনের গোলা আকাশ ছুঁই ছুঁই করছিল। সবাই ভয়ে ছুটাছুটি শুরু করে।”

খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং বিদ্যুৎকেন্দ্রের কর্মীদের সঙ্গে যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখন পর্যন্ত স্ক্র্যাপ শেডের ১৩ থেকে ১৪টি ডিউটি পোস্ট এবং হাজার টন লোহালক্কর ও স্ক্র্যাপ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, যা কিছুটা স্বস্তির বিষয়।

বিদ্যুৎকেন্দ্রের এক কর্মকর্তা জানান, “ভাগ্য ভালো যে মূল পাওয়ার প্ল্যান্টের কোনো ক্ষতি হয়নি।”

আগুনের সূত্রপাত কীভাবে ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনা নাকি নাশকতা—এই প্রশ্নের উত্তর পেতে তদন্ত চলছে। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে আগুন নেভানোর তদারকি করছেন এবং নিরাপত্তা নিশ্চিত করছেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, “আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে আগুন পুরোপুরি নিভে না যাওয়া পর্যন্ত আমরা সতর্ক অবস্থানে থাকব।”

ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং অনেকেই নিরাপদ স্থানে সরে যান। প্রশাসন দ্রুত তদন্ত করে আগুন লাগার প্রকৃত কারণ উদঘাটনের আশ্বাস দিয়েছে।

আরো পড়ুন