একযোগে পদত্যাগ করে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) অচল করার ষড়যন্ত্রের অভিযোগে ফের উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। শনিবার (২৬ এপ্রিল) রাত ৯টার পর থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ডিন এবং বিভাগীয় প্রধানদের অবরুদ্ধ করে রাখেন।
শিক্ষার্থীরা জানান, পরিকল্পিতভাবে অচলাবস্থা সৃষ্টি করতে উপাচার্য, ডিন ও বিভাগীয় প্রধানরা একযোগে পদত্যাগ করেছেন। রাত ১২টা পর্যন্ত ক্যাম্পাস সরেজমিনে ঘুরে দেখা গেছে, স্লোগানে মুখরিত পরিবেশ, শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন এবং কর্মকর্তারা নিজ নিজ দপ্তরে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন।
শিক্ষার্থীদের দাবি, উপাচার্য অধ্যাপক ড. আবুল কাশেম মিয়া ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ নুরুল হুদা ছাড়া অন্য সব ডিন, বিভাগীয় প্রধান ও পরিচালকদের পদত্যাগপত্র প্রত্যাহার করতে হবে। তবেই তারা আন্দোলন প্রত্যাহার করে ক্লাসে ফিরবেন।
প্রসঙ্গত, সিএসই বিভাগের প্রধান অধ্যাপক নুরুল হুদার অমানবিক আচরণের প্রতিবাদে শিক্ষার্থীরা তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন। দাবি আদায় না হওয়ায় শনিবার দুপুর থেকে তারা আমরণ অনশনে বসেন। রাত ৯টার দিকে প্রথমে উপাচার্য অধ্যাপক ড. আবুল কাশেম মিয়া পদত্যাগের ঘোষণা দেন। এরপর একে একে সব ডিন, বিভাগীয় প্রধান ও পরিচালকরাও পদত্যাগের ঘোষণা দেন।
একযোগে এমন পদক্ষেপে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা আন্দোলন আরও জোরদার করেছেন। এখন তাদের একটাই দাবি—উপাচার্য ও সিএসই প্রধান ছাড়া অন্যদের পদত্যাগপত্র প্রত্যাহার করতে হবে।