আলোচিত নাটক ‘মার্ক্স ইন সোহো’ আবারও মঞ্চে আসছে। আগামী ১ মে থেকে ৩ মে পর্যন্ত টানা তিন দিন সন্ধ্যা ৭টায় ঢাকার বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস (১ মে) এবং কার্ল মার্ক্সের ২০৮তম জন্মবার্ষিকী (৫ মে) উপলক্ষে নাটকটি মঞ্চস্থ করছে নাট্যদল বটতলা ও যাত্রিক। আমেরিকান ইতিহাসবিদ ও চিন্তাবিদ হাওয়ার্ড জিন রচিত নাটকটি অনুবাদ করেছেন জাভেদ হুসেন এবং নির্দেশনা দিয়েছেন নায়লা আজাদ। এটি প্রথম মঞ্চে আসে ২০২১ সালের অক্টোবর মাসে।
নাটকটিতে দেখা যাবে, মৃত্যুর প্রায় এক শতাব্দী পর সত্যিই কি কার্ল মার্ক্স ফিরে এসেছেন সোহোতে? এমন এক সময়ে, যখন বৈষম্য প্রকট, শ্রমিকেরা বঞ্চিত, রাষ্ট্রীয় দমন-পীড়ন বেড়ে চলেছে, তখন তাঁর ফিরে আসার প্রয়োজনীয়তা কতটা? পুঁজিবাদের গ্রাসে বিপর্যস্ত বিশ্বে কি মার্ক্স নতুন করে মুক্তির পথের প্রশ্ন তুলছেন, নাকি নিজেকে ঘিরে গড়ে ওঠা ভুল ধারণাগুলো ভাঙতে এসেছেন?
এই নাটকটি কেবল দার্শনিক মার্ক্সকে নয়, ব্যক্তি মার্ক্সকেও তুলে ধরে। দর্শকরা দেখতে পাবেন, মার্ক্সের ভাবনা আজকের সমাজে কতটা প্রাসঙ্গিক।
প্রদর্শনীর টিকিট পাওয়া যাবে বটতলার ওয়েবসাইটে। শিক্ষার্থীদের জন্য রয়েছে ৫০ শতাংশ ছাড়।