২০১২ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেতা সিদ্দিকুর রহমান ও মডেল মারিয়া মিম। এক বছর পর জন্ম নেয় তাঁদের একমাত্র সন্তান আরশ হোসেন। তবে মতবিরোধের কারণে ২০১৯ সালের শেষের দিকে এই দম্পতির বিবাহিত জীবনের ইতি ঘটে।
সম্প্রতি সাবেক স্ত্রী মারিয়া মিমের দায়ের করা মামলায় কাকরাইল এলাকা থেকে সিদ্দিককে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ রয়েছে, গ্রেপ্তারের সময় তাকে মারধর করা হয় এবং তার পোশাক ছিঁড়ে ফেলা হয়। বর্তমানে তিনি জেলহাজতে রয়েছেন।
এ সময়েই সামনে আসে মারিয়া মিমের নতুন সম্পর্কে জড়ানোর খবর। ইনস্টাগ্রামে মিম একটি ভিডিও শেয়ার করেন, যেখানে তাকে এক যুবকের কোমর জড়িয়ে আয়নার সামনে ছবি তুলতে দেখা যায়। ক্যাপশনে তিনি জানান, ঐ ব্যক্তি তার ভালোবাসার মানুষ।
বিচ্ছেদের সময় গুঞ্জন ছিল, মিম শোবিজে কাজ করতে চেয়েছিলেন, কিন্তু সিদ্দিক তাকে গৃহিণী হিসেবেই দেখতে চেয়েছিলেন। এ নিয়ে মতানৈক্যের জেরে সম্পর্ক ভেঙে যায়। অন্যদিকে, মিমের অভিযোগ ছিল, সিদ্দিক তাকে মানসিক নির্যাতন করতেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই সক্রিয় মিম, তবে সাবেক স্বামীর গ্রেপ্তার প্রসঙ্গে এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে নেটিজেনদের নানা মন্তব্যের মুখে পড়তে হয়েছে তাকে। এক ব্যক্তি তার পোস্টে মন্তব্য করেন, “সিদ্দিক জেলে, তুমি কি খুশি?” এর জবাবে মিম ক্ষিপ্ত হয়ে লেখেন, “বাঙালিরা আসলেই কাঙালি, এক বাঁশ নিয়ে পড়ে থাকে, এ জন্য তারা সবসময় ফকিন্নি।”